মামুন আহমেদ, (স্টাফ রিপোর্টার)
নন্দীগ্রামে কৃষকের কৃষি সেবায় ফারমার্স আইটি স্কুল উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার বগুড়ার নন্দীগ্রামে উপজেলা কৃষি অফিসারের উদ্যোগে চালু হয়েছে ফারমার্স আইটি স্কুল। কৃষকের কৃষি সেবার আইটি স্কুলটি উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হানুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু, কৃষি সম্প্রসারণ অফিসার অপূর্ব ভট্টাচার্য্য, এসএপিপিও মোঃ নজরুল ইসলামসহ কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে কৃষি সেবা কার্যক্রমকে আরো সহজীকরণ করতে কাজ করছে এই স্কুল। এতে একদিকে কৃষি সেবা পেতে সময় এবং শ্রম কম লাগছে অপরদিকে সেবাগ্রহীতাদের ভোগান্তিও কম হচ্ছে। প্রতি মাসের ১ম কর্মদিবসে তত্ত¡ীয় এবং ব্যবহারিক সেশনের মাধ্যমে স্কুলটি পরিচালনা করা হয়। নির্ধারিত দিনে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই স্কুলে কৃষি ভিত্তিক আইটি প্রযুক্তির উপর সেশন পরিচালনা করেন উপজেলা কৃষি অফিসার এবং কৃষি সম্প্রসারণ অফিসার। কৃষকসহ যেকোন কৃষি অনুরাগী ব্যক্তি এই সেবা গ্রহন করতে পারেন। তবে আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য প্রথমে প্রতিটি ইউনিয়ন থেকে একজন করে তরুণ, আগ্রহী এবং উদ্যোমী শিক্ষিত কৃষক ছাত্র হিসেবে নির্বাচন করা হয়। এরপর তাদেরকে খুব যতœ সহকারে কৃষি আইটি সম্পর্কিত বিষয়গুলো শেখানো হয়। প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিজন কৃষককে দায়িত্ব দেয়া হয় পরবর্তী এক মাসের মধ্যে দশজন করে নতুন কৃষককে প্রশিক্ষনলব্ধ জ্ঞান সরবরাহের মাধ্যমে তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তোলা। এভাবে প্রতি মাসে ষাট জন করে কৃষক এই সেবার আওতায় আসবে। উপজেলা কৃষি অফিসার মোঃ আদনান বাবু এই প্রতিনিধিকে জানান, ডিজিটাল বাংলাদেশে কৃষকদেরকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তথা কৃষি সেবা কার্যক্রমকে আরো সহজীকরণ এবং দোড়গোড়ায় পৌঁছে দেয়ার জন্য এই ফারমার্স আইটি স্কুল গঠন করা হয়েছে। এখানে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে কিভাবে কৃষি সেবা পাওয়া যায় তা হাতে কলমে শেখানো হচ্ছে। কৃষি বিষয়ক বিভিন্ন অ্যাপ ডাউনলোড করে কিভাবে সেবা পাওয়া যায় তা দেখানো হচ্ছে। অনলাইন ভিত্তিক কৃষি সেবা যেমন অনলাইনে সার সুপারিশ, হটলাইন নাম্বারে ফোন দেয়া, অনলাইনে কৃষি আবহাওয়া বার্তা, ভিডিও কলিং, কৃষি ফেসবুক গ্রæপ গঠনসহ নানা অনলাইন ভিত্তিক কৃষি সেবাগুলো এখানে শেখানো হচ্ছে। সার্বিকভাবে স্মার্ট কৃষি এবং কৃষক গড়ে তুলতে কাজ করছে এই ফারমার্স আইটি স্কুল।
একাত্তরজার্নাল২৪/মামুন