কাতার বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজে ব্যস্ত কোচ ও খেলোয়াড়রা। সব দলই নিজেদের সর্বোচ্চ প্রস্তুতিটা সেরে নিতে চাইছে ২১ নভেম্বরের আগেই।
আর প্রস্তুতি কতটা হলো তা যাচাইয়ে মিসরের বিপক্ষে মাঠে নামার পরিকল্পনা নিয়েছে আর্জেন্টিনা।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘মুন্দো আলবিসেলেস্তে’ জানাচ্ছে— আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি ও ফুটবল ফেডারেশনের প্রধান ক্লাউদিও তাপিয়ার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে বিশ্বকাপের আগে আগামী নভেম্বরে আবুধাবিতে মিসরের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবেন আলবিসেলেস্তেরা।
নভেম্বরের কত তারিখে হবে, তা চূড়ান্ত করেনি দুই দেশের ফুটবল অ্যাসোসিয়েশন।
তবে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’-এর প্রতিবেদক গাস্তন এদুল বলেছেন, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা মাঠে নামার ১০ দিন আগে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আগে এটিই হবে আর্জেন্টিনার শেষ প্রীতি ম্যাচ।