লস অ্যাঞ্জেলেসে সিরিজ বোমা হামলার পরিকল্পনা, ৪ সদস্য গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অন্তত পাঁচটি স্থানে সিরিজ বোমা হামলার পরিকল্পনা করছিল ‘টারটেল আইল্যান্ড লিবারেশন ফ্রন্ট’ নামের একটি গোষ্ঠী। হামলার প্রস্তুতির অংশ হিসেবে গোপনে বিস্ফোরক ডিভাইসের পরীক্ষা চালাতে গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসের পূর্বাঞ্চলের মোজাভে মরুভূমি এলাকায় যায় গোষ্ঠীটির চার সদস্য।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) নজরদারিতে গোষ্ঠীটির তৎপরতা ধরা পড়ে। পরে অভিযান চালিয়ে হাতেনাতে চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—অড্রে ইলিন ক্যারোল, জাখারি অ্যারোন পেজ, দান্তে গ্যাফিল্ড ও টিনা লাইকে। তাদের বয়স ২৪ থেকে ৪১ বছরের মধ্যে।

সোমবার এক সংবাদ সম্মেলনে এফবিআই ও ডিপার্টমেন্ট অব জাস্টিসের কর্মকর্তারা জানান, নতুন বছরের উদযাপনকে ঘিরে ‘অপারেশন মিডনাইট সান’ নামের একটি নাশকতা চালানোর পরিকল্পনা ছিল গোষ্ঠীটির। হামলার লক্ষ্য ছিল দুটি লজিস্টিকস সেন্টার, অভিবাসন সংস্থা আইস (ICE)-এর এজেন্ট এবং বিভিন্ন যানবাহন।

এ ধরণের আরো কিছু খবর

  • ইরানে শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদি গ্রেফতার

  • অস্ট্রেলিয়ায় সমুদ্র সৈকতে বন্দুকধারীর হামলা, বহু হতাহতের শঙ্কা

  • কলম্বিয়ায় স্কুল বাস খাদে পড়ে নিহত ১৭

BN