রাজস্ব বৃদ্ধি নাহলে উন্নয়ন সম্ভব নয়, সমন্বয় সভায় রাজশাহী জেলা প্রশাসক
1 মিনিট পড়া
রাজশাহী ব্যুরোঃ সার্বিক উন্নয়ন ও মধ্যম আয়ের দেশে রুপান্তরিত করতে হলে রাজস্ব বৃদ্ধির বিকল্প নাই এমন মন্তব্য করেছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
২৯ ডিসেম্বর ২০২১ (বুধবার) সকাল ১০.৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলনের কক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের আয়োজনে কার্যকর ও জবাবদিহিমুলক স্থানীয় সরকার ( ইএএলজি) প্রকল্পের বার্ষিক সমন্বয় সভা- ২০২১ অনুষ্ঠিত হয়েছে। সমন্বয় সভায় স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য দেন স্থানীয় সরকার রাজশাহীর ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আবু হেনা মোস্তফা কামাল। তিনি তার বক্তব্যে সমন্বয় সভা ও প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এই অনুষ্ঠানটির প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসনের সম্মানিত জেলা প্রশাসক আব্দুল জলিল এবং সভাপতিত্ব করেন স্থানীয় সরকার অধিদপ্তর রাজশাহী জেলার উপ-পরিচালক শাহনা আখতার জাহান। প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জলিল বলেন, দেশের প্রতিটি দপ্তর এখন অনেক ব্যাস্ত। কারন সব জায়গায় সেবার মান উন্নয়ন হয়েছে, দেশ ডিজিটালাইজেশন হয়েছে । সরকারের নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ বিশ্ব দরবারে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দুই হাজার পাঁচশত মার্কিন ডলার। সবকিছু সম্ভব হয়েছে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারনে। এছাড়াও ইউনিয়ন চেয়ারম্যানদের রাজস্ব আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন জেলা প্রশাসক আব্দুল জলিল। কারন রাজস্ব ছাড়া উন্নয়ন সম্ভব নয়। এসময় উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর আবু হেনা মস্তফা কামাল, ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ আকতার হোসেন, মোহনপুর উপজেলা চেয়ারম্যান এডঃ আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, বাগমারা ও মোহনপুর উপজেলার সকল ইউনিয়ন ও চেয়ারম্যান ও সচিব ,অফিস সহকারি কামকম্পিউটার, প্রতিটি উপজেলার ৮ টি সরকারি অফিসের সিনিয়র অফিসার সহ কর্মকর্তাগণ। উল্লেখ্য, প্রকল্পটির কারিগরি সহযোগিতায় রয়েছে”জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি” (ইউএনডিপি)।
বাংলাদেশের ২০ জন জেলেসহ ১৫টি বোট ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আদন...
রাঙ্গুনিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৪-২৫ অর্থ বছরের পুনর্বাসন কর্মসূচীর আওতায় খরিপ-২ মৌসুমে কৃষকদের মাঝে বিনামূল্যে শীতকালীন শাকসবজির বীজ ও অর্থ...