ম্যারিল্যান্ডে জিয়াউর রহমানের নামে রাস্তা হচ্ছে না
1 মিনিট পড়া
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যাল্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর সিটিতে ‘জিয়াউর রহমান ওয়ে’ নামে রাস্তার নামকরণ করার যে শিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ শুক্রবার ১০’সেপ্টেম্বর সিটি মেয়র অফিস ও ডিপার্টমেন্ট অব ট্রন্সপোর্টেশন যৌথভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করে।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও কংগ্রেস অব বাংলাদেশী-আমেরিকানস ইংক এর যৌথ উদ্যোগে এক অভিযোগ দায়ের এর পর ভার্চুয়াল মিটিং থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। পরে আনুষ্ঠানিক ঘোষণা দেয় সিটি মেয়র অফিস ও ডিপার্টমেন্ট অব ট্রন্সপোর্টেশন।
অভিযোগে বলা হয়, একজন মিলিটারী ডিক্টেটর, ঠান্ডা মাথার খুনী, জাতির পিতার হত্যার মদদদাতা ও মাস্টারমাইন্ড, গণতন্ত্র হত্যাকারী, খুনীদের বিচারে বাঁধাদানকারী কালো আইন ‘ইনডেমনিটি অধ্যাদেশ’ জারি করা ব্যক্তির নামে রাস্তা থাকতে পারে না।
এই বিষয়গুলো আমলে নিয়ে রাস্তাটির নামকরণ বাতিল করে সিটি মেয়র অফিস ও ডিপার্টমেন্ট অব ট্রন্সপোর্টেশন।
কমলা হ্যারিস না ডোনাল্ড ট্রাম্প - যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল বাংলাদেশের জন্যও একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে।
বিশেষ করে রিপাবলিক...
চলমান প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় বিভিন্ন সময় ভোট কারচুপির অভিযোগ এনেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। সেই সঙ্গে জানিয়েছেন, নির্বাচনে হেরে গেলে ভোটের ফলকে চ্যালেঞ্জ জ...