বিয়ে করছেন শ্রদ্ধা কাপুর!

বিয়ে করছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি এমনই গুঞ্জন ভাসছে সর্বত্র।

ভারতীয় এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শ্রদ্ধা কাপুর কয়েক বছর ধরে কাছের বন্ধু রোহান শ্রেষ্ঠার সঙ্গে প্রেম করছেন। পেশায় ফটোগ্রাফার রোহানের সঙ্গেই এবার সাত পাকে বাঁধা পড়ছেন কি-না তাই জানতেই উৎসুক এই অভিনেত্রীর ভক্তরা।

এর আগে নির্মাতা ও অভিনেতা ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধা কাপুরের প্রেম থাকলেও বাবা শক্তি কাপুরের মত না থাকায় সেই সম্পর্ক আর বেশি দূর যায়নি।

অন্যদিকে এই গুঞ্জনে ঘি ঢেলে শ্রদ্ধার বোন প্রিয়াঙ্কা শর্মা জানিয়েছেন, শ্রদ্ধার বিয়ে নিয়ে অনেক উত্তেজিত তিনি। আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বিয়ের। আর এতেই সন্দেহ বেড়েছে, তবে কি সত্যিই বিয়ে করছেন শ্রদ্ধা?

তবে বিয়ের ব্যাপারে এখনো শ্রদ্ধা কিংবা তার পরিবারের কেউ এখন পর্যন্ত কিছু না জানালেও শ্রদ্ধা কাপুরের খালা ও বলিউড অভিনেত্রী পদ্মিনী কোলাপুরী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন, বিয়ে হলে সবাই ঠিকই খবর পাবেন।

Test News

এ ধরণের আরো কিছু খবর

  • মাদক নিরাময় কেন্দ্র থেকে বেরিয়ে চেনারূপে নোবেল

  • সুখী দম্পতি যে ৮টি বিষয় অনুসরন করে

  • অমিতাভ বচ্চনের বাড়িতে পানির সমস্যা!

BN