মহান বিজয় দিবসে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ স্লোগানকে সামনে রেখে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাঞ্ছারামপুর উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরা। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন, উপজেলা নির্বাচন কর্মকর্তা নাদিরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাবেয়া সুলতানা ইভা এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আবু সিয়াম। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাঞ্ছারামপুর ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা আশিকুর রহমান বাবুর নেতৃত্বে শাহরিয়ার নাঈম, সাইফুল ইসলাম সাজ্জাদ, তানহা সরকার, আরজু হাসান, ফয়সাল আহমেদসহ সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবকরা রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করেন।
আলোচনায় বক্তারা বলেন, রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। নিয়মিত রক্তদান এবং নিজের রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা থাকলে জরুরি মুহূর্তে বহু মূল্যবান প্রাণ রক্ষা করা সম্ভব। মহান বিজয় দিবসের মতো গৌরবময় দিনে এমন সেবামূলক উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে।
দিনব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী ও পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করান। আয়োজকদের এমন উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
