সুমন কুমার নিতাই,নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য জজ হেমব্রম হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু জনিত কারণে উক্ত পদটি শূন্য হয়ে যাওয়ায় শ্রী রতন কুমার সিং কে দায়িত্ব দেয়া হয়েছে।
বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিং ২৪শে সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য জজ হেমব্রম ১৭ই আগষ্ট ২০২৩ ইং তারিখে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু জনিত কারণে তার পদটি শূন্য হয়ে যায়। উক্ত পদে শ্রী রতন কুমার সিং কে ১৭ই আগষ্ট ২০২৩ হতে আগামী ৭ই আগষ্ট ২০২৫ ইং তারিখ পর্যন্ত দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।