রাজু আহমেদ নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ক্ষুদ্র-নৃগোষ্ঠী ফেডারেশনের বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২৮ই আগষ্ট) বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি সিপন চন্দ্র সিং স্বাক্ষরিত এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। কমিটিতে শ্রী মদন চন্দ্র বর্মন কে আহ্বায়ক, শ্রী রঞ্জন কুমার বর্মন কে যুগ্ম-আহ্বায়ক, সুজন চন্দ্র বর্মন কে যুগ্ম-আহ্বায়ক, সুমন কুমার নিতাই রবিদাস কে সদস্য সচিব, আপাল চন্দ্র বর্মন কে সদস্য, শংকর মহন্ত রাই কে সদস্য, শ্রী অষ্ট গোপাল বানাই কে সদস্য, নাদুরাম মালো কে সদস্য, শান্তি রানী রাই কে সদস্য করে মোট ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের নন্দীগ্রাম উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আগামী ৯০ দিনের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।
এ ধরণের আরো কিছু খবর
-
সীমানার বাহিরে জোরপূর্বক খাজনা আদায়, অভিযোগে ব্যর্থ হয়ে মানববন্ধন
বিডি অবজার্বার ২৪10 মাস আগেনন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে নিদিষ্ট সীমানার বাহিরে জোরপূর্বক খাজনা ও টোল আদায় বন্ধে প্রশাসনকে অভিযোগ করার পরেও ব্যর্থ হয়ে টোল ও খাজনা আদায় বন্ধে এবং হাটের উন্... -
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নন্দীগ্রামে আলোচনা সভা
বিডি অবজার্বার ২৪10 মাস আগেসুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নন্দীগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে মার্চ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিস... -
বগুড়ায় প্রতিপক্ষের হামলায় এক পরিবারে আহত ৪, থানায় মামলা
বিডি অবজার্বার ২৪10 মাস আগেস্টাফ রিপোর্টার: বগুড়ার গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের গুড়টুপ নগর মধ্যে পাড়া গ্রামে জমিজমা সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে খোকার ছেলে আব্দুল ওহাব (৩২), সোহাগ (৩০),আব...