বাংলাদেশ ক্ষুদ্র-নৃগোষ্ঠী ফেডারেশনের সারিয়াকান্দি ও গাবতলি উপজেলা আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ক্ষুদ্র-নৃগোষ্ঠী ফেডারেশনের সারিয়াকান্দি ও গাবতলি উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৮ই আগষ্ট শুক্রবার বগুড়া পৌর পার্কে এক আলোচনা সভায় সংগঠনের বগুড়া জেলা আহ্বায়ক কার্তিক বানাই ও সদস্য সচিব ও রতন সিং স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেয়া হয়।

আহ্বায়ক কমিটিতে সুনিল রবিদাস বাবু কে আহ্বায়ক, নিরঞ্জন সরকার কে যুগ্ম আহ্বায়ক ও নিখিল চন্দ্র বর্মন কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ক্ষুদ্র-নৃগোষ্ঠী ফেডারেশনের সারিয়াকান্দি উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়। এছাড়া গাবতলি উপজেলায় হীরালাল রায় কে আহ্বায়ক, ভোলানাথ রাজভর কে যুগ্ম-আহ্বায়ক ও সবিতা রানী কে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ক্ষুদ্র-নৃগোষ্ঠী ফেডারেশনের গাবতলি উপজেলা আহ্বায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

উক্ত কমিটি অনুমোদনের সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্ষুদ্র-নৃগোষ্ঠী ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের বাংলা অধ্যাপক নজরুল ইসলাম, সভাপতি শিপন সিং।

উল্লেখ্য, আগামী তিন মাসের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।

এ ধরণের আরো কিছু খবর

BN