বগুড়ার নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে ২ ব‍্যবসায়ীর জরিমানা

মামুন আহমেদ. (স্টাফ রিপোর্টার) 

বগুড়ার নন্দীগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২ ব‍্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২০ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিফা নুসরাতের ভ্রাম্যমাণ আদালত ভোক্তা অধিকার আইনে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে শিশির স্টোর নামে মুদির দোকান মালিকের ১ হাজার ও শাহাদত স্টোর নামে আরেক মুদির দোকান মালিকের ১ হাজার টাকা জরিমানা করেন।ওই ২ মুদির দোকানে মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করেছে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সকলকে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করার জন্য নির্দেশনা প্রদান করেন।

একাত্তরজার্নাল২৪/মামুন

 

এ ধরণের আরো কিছু খবর

  • মাত্র ৩ লাখে বিক্রি মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের চল্লিশটি ঘর

  • নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • রাঙ্গুনিয়ার ৭০০ কৃষক পেল সবজি বীজ ও অর্থ

BN