বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (১১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে হতে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর বেলা সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগের সভাপতি এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, শামীম শেখ, সাংগঠনিক সম্পাদক স্বপন চন্দ্র মহন্ত, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুস সালাম, এম আর জামান রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন সুমন, সদস্য মোফাজ্জল বারী, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক শাহীনুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভ আহমেদ ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা যুবলীগের সাবেক সহ-সভাপতি নাজমুল হুদা প্রমুখ।
পরে দলীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী’র কেক কর্তন করা হয়।
বার্তা বিভাগ/ একাত্তর জার্নাল২৪.কম