শিশুদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিনের প্রথম চালান দেশে এসে পৌঁছেছে। ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত এই ভ্যাকসিন ৫-১১ বছরের শিশুদের জন্য উপযোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক এম শামসুল হক বলেন, বিশেষভাবে তৈরি ভ্যাকসিনের মোট ১৫ লাখ ২ হাজার ৪০০ ডোজ টিকা ঢাকায় এসেছে।
তিনি বলেন, ‘আমরা আগামী মাস থেকে স্কুল ভিত্তিক টিকা কার্যক্রম শুরু করার পরিকল্পনা করছি।’
স্কুলভিত্তিক টিকা শুরু করার তারিখ এখনও ঠিক হয়নি উল্লেখ করে তিনি বলেন, ‘নীতিমালা প্রণয়নের পর্যায়ে তারিখ চূড়ান্ত করা হবে। আশা করছি, আগামী মাসেই ঢাকায় টিকা দেওয়া সম্ভব হবে।’
অনেক শিশু আছে যারা স্কুলের বাইরে রয়ে গেছে। তাদেরকেও টিকা কার্যক্রমের আওতায় আনা হবে বলে জানান তিনি।