শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে আইসিসির আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন ফখর জামান। ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানি ব্যাটারকে।
শুক্রবার (৫ ডিসেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।
গত ২৯ নভেম্বর ফাইনালে পাকিস্তানের ইনিংসের ১৯তম ওভারে আউট হওয়ার পর অনফিল্ড আম্পায়ারের সঙ্গে দীর্ঘ সময় তর্কে জড়ান ফখর।
ফখরের এই আচরণ আইসিসি বিধিমালা অনুযায়ী, ২.৮ অনুচ্ছেদের লঙ্ঘন- যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ বা আপত্তি প্রদর্শন করার সঙ্গে সম্পর্কিত।
আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল ১ অপরাধে সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং এক থেকে দুই ডিমেরিট পয়েন্ট নামের পাশে যুক্ত হতে পারে। এই অপরাধে জরিমানার পাশাপাশি ফখরের নামের পাশে যুক্ত হয়েছে ১ ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসে এটি তার প্রথম অপরাধ।
ম্যাচ রেফারির কাছে নিজের ভুল স্বীকার করে নেন ফখর। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
