মামুন আহমেদ. (স্টাফ রিপোর্টার)
নন্দীগ্রাম থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ মাদকসেবী গ্রেফতার হয়েছে। নন্দীগ্রাম থানা সুত্রে জানা গেছে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের নির্দেশে এসআই মোঃ খাইরুল ইসলাম, এএসআই মোঃ আমিনুল ইসলাম, এএসআই মোঃ মিন্টুর রহমান, এএসআই মোঃ সদরুল হাসান ও এএসআই মোঃ রেজেক আলী সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৯মার্চ (শনিবার) রাত্রি সাড়ে ৯টার দিকে ৫নং ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা মধ্যপাড়ার মৃত সাদের আলীর পুত্র ছামছুর রহমান (৪৮), কে গ্রেফতার করে। অপরদিকে পৃথক আরেকটি অভিযান চালিয়ে ভাটগ্রাম ইউনিয়নের চাকলমা গ্রামের মোঃ ছামছুর রহমান এর পুকুরের উত্তর পাড়ে অভিযান পরিচালনা করে মৃত ইব্রাহিমের পুত্র আরিফুল ইসলাম (২৮),- মৃত আবু তালেবের ছেলে আব্দুল আজিজ (২০), রুবেল উদ্দিনের ছেলে আবির হোসেন (২৪) সর্ব সাং-চাকলমা মধ্যপাড়া আজ আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
একাত্তরজার্নাল২৪/মামুন