বগুড়া’র নন্দীগ্রাম ইউনাইটেড প্রেসক্লাবের পূর্বের কমিটি বিলুপ্তি করে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। শনিবার (৪ ডিসেম্বর) বিকালে বগুড়া হোটেল পার্কে এক আলোচনা সভায় এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন দৈনিক মহাস্থান পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মির্জা সেলিম রেজা । জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার ও দৈনিক মহাস্থান পত্রিকার সাংবাদিক মোঃ আবু সাঈদকে সভাপতি ও দৈনিক মুক্তবার্তার পত্রিকার সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন’কে সাধারণ সম্পাদক করে একটি ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়।
ঘোষিত প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ আব্দুল গফুর (জাতীর দৈনিক আলোকিত সকাল ), যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ আব্দুল আহাদ( জাতীয় দৈনিক লাখো কন্ঠ), সাংগঠনিক সম্পাদক মোঃ এমদাদুল হক (জাতীয় দৈনিক চৌকস) দপ্তর সম্পাদক মো: শাহীন আলম সাজু( জাতীয় দৈনিক ভোরের চেতনা) প্রচার সম্পাদক মো: শফিউল আলম( পল্লী টিভি) অর্থ বিষয়ক সম্পাদক আবু তাহের (দৈনিক সকলের বার্তা) সদস্য মোঃ মজনুর রহমান জাতীয় দৈনিক সংবাদ সারাদেশ ।
বার্তাবিভাগ/একাত্তরজার্নাল২৪