নন্দীগ্রাম জাতীয় অনলাইন প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন

বগুড়ার নন্দীগ্রাম ‘জাতীয় অনলাইন প্রেসক্লাব’ এর পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।

জাতীয় অনলাইন প্রেসক্লাব বগুড়া জেলা শাখার সভাপতি মাকছুদ আলম হাওলাদার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর যুক্ত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গত ১লা নভেম্বর জানানো হয়, জাতীয় অনলাইন প্রেসক্লাব নন্দীগ্রাম উপজেলা শাখার ২০১৭ সালের কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ও গঠনমূলক কার্যক্রম না থাকায় পূর্বের কমিটি বিলুপ্ত করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষনা করা হলো। ঘোষিত নতুন আহবায়ক কমিটিতে একাত্তর জার্নাল২৪.কম নিউজ পোর্টালের সম্পাদক এম.আর. জামান রাসেল’কে আহ্বায়ক, মতিউর রহমান মুসা’কে সিনিয়র যুগ্ন আহ্বায়ক,সুমন কুমার নিতাই সদস্য সচিব, মাসুদ রানা যুগ্ন আহ্বায়ক ও মামুন আহমেদ’কে যুগ্ন আহবায়ক করে মোট ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি ঘোষণা দেওয়া হয়।

নতুন আহ্বায়ক কমিটিকে আগামী ১ মাসের মধ্য পূর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য বলা হয়েছে।

বার্তা বিভাগঃ একাত্তর জার্নাল২৪.কম

এ ধরণের আরো কিছু খবর

BN