মামুন আহমেদ,স্টাফ রিপোর্টার
নন্দীগ্রামে ১নং বুড়ইল ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থীর পোষ্টার ছিঁড়ে ফেলেছে দূর্বৃত্তরা। অভিযোগে জানা গেছে, নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের ইউপি নির্বাচনে সতন্ত্র প্রার্থী (অটো রিক্সা) প্রতিক জিয়াউর রহমান জিয়া এই প্রতিনিধিকে জানান, আগামী ১৫ জুন নন্দীগ্রাম উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নে ভোট অনুষ্টিত হতে যাচ্ছে। উক্ত ভোটের সকল প্রার্থী প্রচার প্রচারনা চালিয়ে আসছে, হঠাৎ করে গত শুক্রবার রাতে কে-বা কাহারা প্রতিহিংসা বসত আমার অটো রিক্সা মার্কা পোষ্টার ছিঁড়ে ফেলার খবর পাই। আমার বিভিন্ন এলাকার কর্মীগন জানায়, ইউনিয়নের আইলপুনিয়া, বাংলাবাজার,ও মুরাদপুর বাজার হতে গ্রামের ভিতরে সমস্ত পোষ্টার, ছিঁড়ে ফেলা হয়েছে। আগামী ১৫ জনু ভোটে আমার জয় সু-নিশ্চিত জেনে দূর্বৃত্তরা প্রতিহিংসা মূলকভাবে আমার পোষ্টার গুলো ছিঁড়ে ফেলেছে, বিষয়টি মৌখিক ভাবে প্রশাষন ও নির্বাচন অফিসকে জানানো হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালামের সাথে যোগাযোগ করলে তিনি জানান, জিয়াউর রহমান জিয়ার পোষ্টার ছিঁড়ে ফেলার ব্যাপারে মৌখিক ভাবে অভিযোগ করেছে।
একাত্তরজার্নাল২৪/মামুন