নন্দীগ্রামে ভোর রাতের ঝড়ে মাথায় ডাল পড়ে ১ জনের মৃত্যু

মামুন আহমেদ,(স্টাফ রিপোর্টার) 

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে গাছের ডাল ভেঙে মাথায় পড়ে রেজাউল হোসেন এজু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।আজ বুধবার (২০ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে নন্দীগ্রাম উপজেলার ওপর দিয়ে মৌসুমের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের কবলে পড়ে মারা যাওয়া রেজাউল হোসেন ওরফে এজু নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামের মৃত এছার উদ্দিনের ছেলে। উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য (মেম্বার) কামরুজ্জামান জানান, ভোররাতে ঝড়-বৃষ্টি শুরু হলে রেজাউল ও তার স্ত্রী বাড়ির উঠানে গোবর দিয়ে তৈরি করা লাকড়ি ঘরে ওঠানোর কাজ করছিলেন। এসময় সজিনা গাছের একটি মোটা ডাল ঝড়ে উড়ে এসে রেজাউলের মাথায় পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

একাত্তরজার্নাল/২৪মামুন

এ ধরণের আরো কিছু খবর

  • মাত্র ৩ লাখে বিক্রি মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের চল্লিশটি ঘর

  • নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • রাঙ্গুনিয়ার ৭০০ কৃষক পেল সবজি বীজ ও অর্থ

BN