নন্দীগ্রামে বিষপানে স্কুল ছাত্রের আত্নহত্যার চেষ্টা

মামুন আহমেদ,(স্টাফ রিপোর্টার) 

বগুড়ার নন্দীগ্রামে বিচারের মুখোমুখি হওয়ার নোটিশ পেয়ে মারুফ হোসেন (১৬) নামের এক স্কুল ছাত্র কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে। মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের খড়না গ্রামে নিজ বাড়িতে মারুফ কীটনাশক পান করে। মারুফ হোসেন খড়না গ্রামের মানিক হোসেনের ছেলে এবং ডাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র৷জানা গেছে, মারুফ হোসেন একই বিদ্যালয়ের নবম শ্রেনীর এক ছাত্রীকে স্কুল যাওয়া আসার সময় উত্যক্ত করে। ওই ছাত্রীর বাবা ফারুক হোসেন বিচার প্রার্থনা করে মারুফ হোসেন ও তার তিন সহযোগীর নামে নন্দীগ্রাম থানায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত তার কার্যালয়ে শুনানির জন্য ৩০ মার্চ বুধবার দিন ধার্য্য করে উভয় পক্ষকে নোটিশ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নোটিশটি মঙ্গলবার সকালে স্থানীয় গ্রাম পুলিশ বাদী ও বিবাদীর কাছে পৌছে দেন৷ নোটিশ পেয়ে মারুফ হোসেনের বাবা-মা বিষয়টি জানতে পেরে ছেলেকে গালমন্দ করলে দুপুরে সবার অজান্তে মারুফ বাড়িতে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন বুঝতে পেরে মারুফ হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।মারুফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ কারী স্কুল ছাত্রীর বাবা ফারুফ হোসেন বলেন থানায় দেয়া অভিযোগের প্রেক্ষিতে গত সোমবার কুমিড়া পন্ডিতপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রে মেয়েকে নিয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু মেয়ে পুলিশের কাছে যাবে না। একারনে আমি সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে দেখা করলে তিনি উভয় পক্ষকে নোটিশ করেন।নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তোফাজ্জল হোসেন বলেন মারুফ হোসেনকে চিকিৎসা দেয়ার পর এখন কিছুটা আশংকামুক্ত৷

একাত্তরজার্নাল/২৪মামুন

এ ধরণের আরো কিছু খবর

  • মাত্র ৩ লাখে বিক্রি মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের চল্লিশটি ঘর

  • নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • ফাউন্ডেশন লাগানোর সহজ টিপস

BN