নন্দীগ্রামে বজ্রপাতে যুবকের মৃত্যু

মামুন আহমেদ,স্টাফ রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে মাঠে গরু চড়াতে গিয়ে বজ্রপাতে পুটু মিয়া (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।আজ শুক্রবার (১ জুলাই) বেলা সাড়ে ১২ টার দিকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের গোছাইল গ্রামের মাঠে বজ্রপাতের ঘটনাটি ঘটে৷ পুটু মিয়া গোছাইল গ্রামের মৃত ওয়েছ উদ্দিনের ছেলে।জানা গেছে, পুটু মিয়া গরু নিয়ে মাঠে চড়াতে যায়৷ বেলা সাড়ে ১২ টার দিকে বৃষ্টি শুরু হওয়ার আগে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান৷ ভাটগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, পরিবারের লোকজন পুটু মিয়ার মরদেহ ঘটনাস্থল থেকেই বাড়িতে নিয়ে গেছে।

একাত্তরজার্নাল২৪/মামুন

এ ধরণের আরো কিছু খবর

  • মাত্র ৩ লাখে বিক্রি মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের চল্লিশটি ঘর

  • নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • রাঙ্গুনিয়ার ৭০০ কৃষক পেল সবজি বীজ ও অর্থ

BN