নন্দীগ্রামে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা

মামুন আহমেদ,  স্টাফ রিপোর্টার 

বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটির নেতারা। শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মোনাজাত করা হয়। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের বাসস্ট্যান্ডে বঙ্গবন্ধু চত্বরে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি ও সাধারণ সম্পাদক মেয়র আনিছুর রহমান। সঙ্গে ছিলেন সহ সভাপতি সরফুল হক উজ্জল, যুগ্ম সম্পাদক মুকুল হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার রায়, মামুনুর রশিদ মামুন, দপ্তর সম্পাদক ফারুক কামাল। উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, মহসিন আলী, নন্দীগ্রাম পৌর আওয়ামী লীগের নতুন কমিটির সভাপতি মুক্তার হোসেন বকুল, সাধারণ সম্পাদক প্যানেল মেয়র শাহেরুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কালিপদ, মোরশেদুল বারী, মখলেছুর রহমান মিন্টু, জুলফিকার আলী, নিকুঞ্জ চন্দ্র, গোলাম মোস্তফা গামা, মোফাজ্জল হোসেন মায়া, মিজানুর রহমান মাসুম, মোজাম্মেল হক, তারেক মাহমুদ, আয়নাল হক, মাহবুবর রহমান বিপুল, আলহাজ¦ আজিজুর রহমান, মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়াহাব বাদশা, আল মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুল ইসলাম, শ্রমিক লীগের আহবায়ক এনামুল হক, যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন মিলন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তৌহিদ রাজিব, ছাত্রলীগ নেতা রিপন আহমেদ, আহসান হাবিব সজিব প্রমুখ।

একাত্তরজার্নাল ২৪/ মামুন

 

এ ধরণের আরো কিছু খবর

BN