মামুন আহমেদ,স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে এবারো গরু কোরবানি দিয়েছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি। তিনি নিজেই গরু জবাই করার মধ্য দিয়ে কোরবানি সম্পন্ন করেন। ঈদের তৃতীয় দিন মঙ্গলবার (১১ জুলাই) সকালে শহরের নিজ বাড়িতে তিনি এই গরু কোরবানি দেন। প্রধানমন্ত্রীর নামে কোরবানি দেওয়া প্রসঙ্গে আনোয়ার হোসেন রানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে দেশবাসীর জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। মহান আল্লাহ পাক যেন আমাদের প্রিয় নেত্রীকে নেক হায়াত দান করেন এবং পাশাপাশি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পারেন এই লক্ষেই প্রতি বছরের ন্যায় এবারো কোরবানি দিয়েছেন কোরবানির মাংসগুলো অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয় বলে তিনি জানান।
একাত্তরজার্নাল২৪/মামুন