মামুন আহমেদ(স্টাফ রিপোর্টার)
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় রানা’র চত্ত¡রে ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে এই মত বিনিময় সভা করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আনিছুর রহমানের সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক মুকুল হোসেন, দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মামুনুর রশিদ, ইউনিয়ন আ’লীগের সভাপতি কালিপদ প্রামানিক, সাধারন সম্পাদক মোজাম্মেল হক, আ’লীগ নেতা পলাশ হোসেন, মোফাজ্জল হোসেন, ফারুক হোসেন, বাদশা মিয়া, উপজেলা স্বে”ছা সেবকলীগের সভাপতি আবু সাঈদ প্রমূখ। এরপূর্বে বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য আগামী ১৫ জুন নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
একাত্তরজার্নাল২৪/মামুন