মামুন আহমেদ. স্টাফ রিপোর্টার
দেশে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার নন্দীগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলা সদরে ফিলিং স্টেশন এলাকায় দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক জহুরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও বগুড়া ৪ আসনের সাংসদ আলহাজ্ব মোশারফ হোসেন। এতে আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা হাফিজার রহমান, লুৎফর রহমান, ফিললু, পৌরসভার সাবেক মেয়র সুশান্ত কুমার শান্ত, বেলায়েত হোসেন আদর, আলেকজান্ডার, আলাউদ্দিন সরকার, মোফাজ্জল হোসেন, আবু বক্কর সিদ্দিক, মাহবুব হোসেন, শাহ আলম হেলাল, শফিকুল ইসলাম, আব্দুল মজিদ মাসুদ, নজরুল ইসলাম মেম্বার, আব্দুল হাকিম, হাশেম আলী, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম সুমন, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, পৌর যুবদলের আহবায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।
একাত্তরজার্নাল/মামুন