মামুন আহমেদ. স্টাফ রিপোর্টার
ঐতিহাসিক ৭ মার্চ বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, হাইওয়ে পুলিশসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।এরপরে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সরফুল হক উজ্জ্বল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল হোসেন, মুক্তারিন জাহিদ সরকার, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মামুনুর রশীদ, দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল, আ’লীগ নেতা রেজাউল আশরাফ জিন্নাহ, শফি উদ্দিন, মহসিন আলী, স্বপন চন্দ্র, আফজাল হোসেন, শামীম শেখ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, কৃষক লীগের সভাপতি সফিকুল ইসলাম প্রমূখ।
একাত্তরজার্নাল২৪/মামুন