এফ,বি,ডি,সির সেমাই পেলো দু’শতাধিক দুস্থ পরিবার।

মামুন আহমেদ,(স্টাফ রিপোর্টার)

বগুড়া নন্দিগ্রামে ঈদ-উল ফিতর উপলক্ষে বেসরকারি প্রতিষ্ঠান ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাবের উদ্দ্যেগে প্রতি বছরের ন্যায় এবছর রমজানেও দু’শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আজ ১লা মে রোজ রবিবার সকাল ১১ ঘটিকায় নন্দিগ্রামের বীরপলি বাজার এলাকায় অবস্থিত ফ্রেন্ডস সমাজ উন্নয়ন সংস্থা (ফ্রেন্ডস সাস) এর ফ্রেন্ডস ব্লাড ডোনার ক্লাব (এফ,বি,ডি,সি) এর উদ্দ্যগে এই সেমাই বিতরণ কার্যক্রম পরিচালনা করেন অত্র ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মতিউর রহমান মুসা। উপস্থিত ছিলেন অত্র ক্লাবের উপদেষ্ঠা ইসমাইল হোসেন।এসময় মোঃ মতিউর রহমান মুসা বলেন সেমাই বিতরন কার্যক্রমে আমাকে সার্বিক ভাবে সব সময় সহযোগীতা করেন অত্র ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক নুরুন্নবী, প্রতিষ্ঠাতা আবু হাসান, অমিত হাসান হিরু, ওমর ফারুক, সাবেক সহ-সভাপতি মোকছেদুর মুন্না, সদস্য সালাম, জাহিদ, মাকছুদুল, শফিক, সোহাগ, সাহেদ, মনিরুল, মজনু, সেলিম, সাব্বির, আরাফাত, বুলবুল, দাতা সদস্য আবু ইফতিয়ার ঈসান, সচেতন মহল থেকে আব্দুর রাজ্জাক, ফারুক, আর এ ইভান, ভাই বোন সেমাই কারখানার স্বত্বাধিকারী আব্দুল কাদের, আজিজ সেমাই কারখানা, বেবি ফুড এর স্বত্বাধিকারী বেবি। উপরক্ত মানুষ গুলো আমাকে সহযোগীতা না করলে আমার দ্বারা এই কার্যক্রম পরিচালনা করা সম্ভব হতো না। তিনি আরো বলেন, যারা একেবারেই হতদরিদ্র তাদের বাছাই করে তালিকা করা হয়েছে। তারা ঈদের দিনে যাতে করে একটু সেমাই পরিবারের সদস্যদের নিয়ে খেতে পারে সেজন্যই এ আয়োজন। সচেতন মহল থেকে আরো সহযোগীতা পেলে এবং সরকারি ভাবে পিষ্ঠপোশকতা বা অনুমোদন পেলে আরো ভালো ভাবে এই সংস্থার সকল কার্যক্রম পরিচলনা করতে পারবো, তার পরেও এভাবেই ১০ বছর যাবৎ পরিচলনা করে আসছি। আমি সকলের সহযোগীতা কামনা করছি।

একাত্তরজার্নাল/২৪মামুন

এ ধরণের আরো কিছু খবর

  • মাত্র ৩ লাখে বিক্রি মাদারীপুরে আশ্রয়ণ প্রকল্পের চল্লিশটি ঘর

  • নৌকাসহ ২০ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

  • রাঙ্গুনিয়ার ৭০০ কৃষক পেল সবজি বীজ ও অর্থ

BN