সুমন কুমার নিতাই, নিজস্ব প্রতিবেদক: ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নন্দীগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ শে মার্চ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও পরিসংখ্যান অফিসার রবিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আজমগীর হোসেন আজম, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, উপজেলা প্রকৌশলী নুরুন্নবী, সমাজসেবা কর্মকর্তা মোস্তাফিজার রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা এসএম সরোয়ার জাহান, আনসার ভিডিপি কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু, বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলী, শফিউল আলম ছবি, মোসলেম উদ্দিন প্রমুখ।