সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ নিয়ে ভুল ও বানোয়াট খবর

সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ। সোমবার বেশ কয়েকটি অনলাইন ও দৈনিকে এমন খবর প্রকাশের পর ক্রিকেট পাড়ায় সাড়া পড়েছে। খবরটা কি সত্যি? সত্যিই সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে? তাও কোন আন্তর্জাতিক ক্রিকেটে নয়। ইংলিশ কাউন্টি ক্রিকেটে সারের হয়ে সমারসেটের বিপক্ষে ম্যাচে নাকি প্রশ্নবিদ্ধ হয়েছে সাকিবের বোলিং অ্যাকশন। কিন্তু তারপর তো সাকিব ভারতের বিপক্ষে দু’দুটি টেস্ট ম্যাচও খেলে ফেলেছেন। কই তখন তো কোন অবজেকশন আসেনি আইসিসির পক্ষ থেকে?

সংবাদ কর্মীদের মাঝেও প্রশ্ন উঁকি-ঝুঁকি দিচ্ছিল। সোমবার সন্ধ্যার পরে জানা গেল, সংবাদটা একদমই ভিত্তিহীন। ভুল। বানোয়াট। সাকিবের বোলিং অ্যাকশন মোটেই প্রশ্নবিদ্ধ হয়নি। বিসিবি থেকে এ ব্যাপারে জানানো হয়েছে, ‘সাকিবের বোলিং নিয়ে কোন প্রশ্ন উঠেছে, সাকিব রিপোর্টেড হয়েছেন- এখন পর্যন্ত এমন কোন খবর বিসিবিতে আসেনি। আইসিসি থেকে কিংবা সাকিবের কাউন্টি ক্লাব সারেও তা বিসিবিকে জানায়নি। এটা পুরোই ভুল ও কল্পনা প্রসূত সংবাদ।’ বিসিবি পরিচালক ও আম্পায়ার্স কমিটির প্রধান ইফতিখার রহমান মিঠু গণমাধ্যমে জানিয়েছেন, তিনি বা বিসিবির কোন কর্মকর্তা এমন কোন খবর শোনেননি। বিসিবিকে কোনো মাধ্যম থেকে সাকিবের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার খবর পাঠানো হয়নি।

এ ধরণের আরো কিছু খবর

  • বার্সার পর এবার এসি মিলানে বিধ্বস্ত রিয়াল

  • হারেই শুরু

  • ১৪ বছর পর মিসরের মুখোমুখি হচ্ছে মেসির আর্জেন্টিনা

BN