শেরপুরে প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শেরপুর উপজেলায় প্রশাসনিক কর্মকর্তাদের সাথে বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশন শেরপুর শাখার নবগঠিত নেতৃবৃন্দরা শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৯ই সেপ্টেম্বর) সকাল ১১টায় শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা সুলতানা, সমাজসেবা অফিসার ওবাইদুল হক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা জনাব ডাঃ মোঃ রায়হান, ভাইস চেয়ারম্যান শাহ জামাল সিরাজী, তদন্ত ওসি সুফিয়ানকে ফুলেল শুভেচ্ছা জানান আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ফেডারেশনের শেরপুর উপজেলা শাখার আহ্বায়ক বাসুদেব কুমার দাস, যুগ্ম-আহ্বায়ক সুমন চন্দ্র দাস, গোপাল চন্দ্র দাস, সদস্য সচিব ধন্য গোপাল, সদস্য সুদেব চন্দ্র দাস, বাদল কুমার চৌহান, রামলাল রবিদাস, চন্দনা দাস, শুকলাল সরকার, মিঠুন কুমার সিং প্রমুখ।

এ ধরণের আরো কিছু খবর

BN