নন্দীগ্রামে বারান্দায় ওড়না পেঁচিয়ে প্রতিবন্ধী নারীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার নন্দীগ্রামে গলায় ওড়না পেঁচিয়ে রেশমা আক্তার (২৬) নামে এক প্রতিবন্ধী নারী আত্মহত্যা করেছে। রেশমা আক্তার উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের কাথম পূর্বপাড়া এলাকার নুরুল ইসলাম টুংকুর কন্যা। স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সালে এক রোড এক্সিডেন্টে মা নূরজাহান বেগম মারা যায় ও মেয়ে রেশমা আক্তার আহত হয়ে প্রতিবন্ধি হয়ে যায়। প্রতিবন্ধী অবস্থায় ১বছর আগে নামুইট এলাকায় বিয়ে হয়। বিয়ের ৬মাসের মাথায় তাদের সংসার ভেঙ্গে যায়। এরপর থেকে রেশমা আক্তার বড় ভাই কুদ্দুস ও মামা মতলেবের বাড়িতে থাকতো। ১৫ই সেপ্টেম্বর শুক্রবার

দিবাগত রাত ১২ টায় সবার অজান্তে ঘরের বারান্দায় বাঁশের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে রেশমা আক্তার। প্রত্যক্ষদর্শী বড়ভাই কুদ্দুস জানান, তিনি রাতে ঘরের বাহিরে বের হয়ে দেখেন তার বোন রেশমা গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করেছে। তৎক্ষণাৎ তিনি বাড়ির সবাইকে ডেকে তুলেন। এরপর কোন উপায় না পেয়ে সকলের পরামর্শে থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। জানতে চাইলে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন এবিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এ ধরণের আরো কিছু খবর

BN