নন্দীগ্রামের বুড়ইল ইউপিতে জিয়া চেয়ারম্যান নির্বাচিত

মামুন আহমেদ,স্টাফ রিপোর্টার

বগুড়ার নন্দীগ্রামের বুড়ইল ইউপি নির্বাচনে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জিয়াউর রহমান। তিনি অটোরিকশা প্রতীকে ১১ হাজার ২৭০ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল মালেক চশমা প্রতীকে ৬হাজার ৯১৮ ভোট পেয়েছেন। বুধবার সন্ধ্যায় ১৬টি কেন্দ্র থেকে প্রাপ্ত ফলাফলে এ ব্যাপারে জানা গেছে। নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে মোফাজ্জল হোসেন মন্ডল পেয়েছেন এক হাজার ৮৩৪ ভোট, মোটরসাইকেল প্রতীকে আহসানুল হক সোহাগ পেয়েছেন ৪৮৩ ভোট, রুহুল আমিন হিমেল আনারস প্রতীকে পেয়েছেন ২৪৯ ভোট এবং ঘোড়া প্রতীকে ভবেশ চন্দ্র সরকার পেয়েছেন ৩ হাজার ৯২৯ ভোট। এদিকে, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৬টি কেন্দ্র্রে সুষ্ঠু ও শান্তি পূর্নভাবে ইভিএম মেশিনে ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩০ হাজার ৩২৬ জন।

 

একাত্তরজার্নাল২৪/মামুন

এ ধরণের আরো কিছু খবর

BN